নিজেই রকেট অ্যাকাউন্ট খুলবেন যে ভাবে..

রকেট একাউন্ট  ডাচবাংলা ব্যাংক  এর একটি সেবা ।  রকেট  একাউন্ট  খোলা সম্পূণ ফ্রি এবং অত্যন্ত সহজ। সকল মোবাইল  অপারেটর  রবি, এয়ারটেল, জিপি, বাংলালিংক এবং টেলিটক  গ্রাহকগন রকেট একাউন্ট খুলতে  পারবেন ।

  ১.  আপনি নিজেই ই আপনার  রকেট  একাউন্ট খুলতে পারবেন

 

১.০  আপনি  গুগল প্লে স্টোর  থেকে  রকেট অ্যাপ  টি ডাউনলোড  করবেন  

২.১  অ্যাপটি ওপেন করুন,  ভাষা সিলেক্ট করুন,  নেক্সট  অপশন  বাছাই  করুন। 

২.২ আপনার  মোবাইল নম্বর  টি দিবেন,  নেক্সট অপশন করুন, ইয়েস  করুন,  অপারেটর  সিলেক্ট করবেন,  নেক্সট অপশন বাছাই করুন।
২.৩ আপনার  মননিত মোবাইল  নম্বর  রে একটি ভয়েস কল আসবে,  কলটি রিসিভ করুন এবং চার ডিজিট পিন কোড  দিবেন।  
১.৪ আপনার ফোনে একটি এসএম এস আসবে,  যেখানে আপনার  মোবাইল নম্বর এর শেসে  একটি বারতি একটি স্যংখা থাকবে। আপনার রকেট  অ্যাকাউন্ট নম্বর  হবে ১২ স্যংখার। 
১.৫  আপনার  ফোনে একটি সিকুরিটি কোড পাঠানো হবে, যা আপনি অ্যাপ এ সিকুরিটি কোড টি দিবেন এবং পিন কোড দিবেন। 
১.৬   অ্যাপ এ প্রবেশ  করবেন এবং আপনার ন্যাশনাল আই ডি  কার্ড এর প্রথম ও শেষ অংশের  ছবি তুলবেন ,  আপনার  ছবি তুলবেন,  এরপর  আপনার  
প্রফেশন , লেনদেন বিবরন সাবমিট করবেন, ফিরতি এসএম  এস এ আপনাকে  নিশ্চিত করা হবে আপনার  একাউন্ট  টি ফুলপ্রোফাইল হয়েছে।

২. রকেন্ট যত  একাউন্ট এর সব সুবিধা  

রকেট এর সেবা সমূহ
 ক্যাশ ইন
ক্যাশ আউট ( ১০০০ এ  ১৬.৭০ টাকা এজেন্ট  থেকে,  ৯ টাকা  এটিএম থেকে)
সেন্ড মানি
মোবাইল রিচার্য
বিল পে

লিমিট সমূহ :
 রকেট এ আপনি দৈনিক ৫ বার মোট ৩০০০০ টাকা এবং মাসে ২৫ বার ২০০০০০ টাকা ক্যাশ ইন সুবিধা পাবেন।

 দৈনিক  ৫ বার  ২৫০০০০ টাকা এবং মাসে ২৫ বার ১৫০০০০ টাকা ক্যাশ আউট সুবিধা
 পি টু পি  দৈনিক ৫০ বার  ২৫০০০ টাকা  এবং মাসে ১০০ বার   ৭৫০০০ টাকা
পি টু পি চার্জ  অ্যাপ  থেকে ফ্রি Ussd মেনু ডায়াল  করে পি টু পি চার্জ ১.৭৫ টাকা
 মোবাইল  রিচার্জ   দৈনিক  ৫০ বার ১৫০০ টাকা  মাসে  ১০০০০০ টাকা ।

রকেট  একাউন্ট  থেকে  আপনি ডাচ বাংলা  ব্যাংকে  টাকা পাঠাতে পারবেন,  হাজারে খরচ ১৮ টাকা
 নেক্সাস পে র মাধ্যমে আপনি  রকেট  একাউন্ট লিংক  করে ব্যাংকে টাকা পাঠাটে পারবেন ৯ টাকা প্রতি হাজারে ।


নেক্সাস পে এর মাধ্যমে আপনি ব্যাংক থেকে টাকা রকেট  অ্যাকাউন্ট  আনতে পারবেন।
 পল্লী বিদ্যুৎ , ডিপিডিসি,  ডেসকো, বিটিসিএল,  আকাস ডিটিএইস,  প্রায় ৩০০ প্রতিস্ঠান এর বিল পরিশোধ করতে পারবেন।

  বিস্তারিত জানতে যোগাযোগ করুন : 16216 অথবা +8809666716216
 ভিজিট  করুন : http://www.dutchbanglabank.com

Post a Comment

0 Comments