ডাক টাকা কি ? ডাক টাকার সুবিধা

ডাক  বিভাগের  একটি   ডিজিটাল   সেবা  ডাক টাকা ।ডাক  বিভাগের  ডিজিটাল  পেমেন্ট  সেবা,  এটা একটি
আধুনিক  পেমেন্ট   পরিসেবা ।  আপনি  খুব  সহজেই
এই  পরিসেবা  নিতে   পারবেন ,  এজন্য      আপনাকে
স্মার্টফোন  ব্যাবহার  করতে হবে ।


কিভাবে   ডাক  টাকা  ব্যাবহার  করবেন :   ডাক   টাকাব্যাবহার  করতে  গেলে আপনাকে প্রথমে  বাংলাদেশের
নাগরিক হতে হবে ।  আপনার   অবশ্যই  ভোটার  কার্ড
বা  স্মার্ট  কার্ড  থাকতে  হবে । আপনার যদি অনলাইন
ভোটার কপি থাকে সে  ক্ষেত্রে  আপনি একাউন্ট করতে
পারবেন না।

ডাক টাকা      একাউন্ট   খুলতে    আপনাকে   কোথাও
যেতে হবে না ।  আপনি  ঘরে   বসেই  গুগল  প্লে  স্টোর
থেকে  ডাক টাকা   অ্যাপ  টি  ডাউনলোড করে একদম
বিনামূল্য  একাউন্ট  টি করতে পারবেন ।

যে   সকল  তথ্য   বা  ডকুমেন্টস   দরকার   ডাক  টাকা
একাউন্ট  তৈরি  করতে :

★ ভোটার  কার্ডের  মেইন কার্ড টি
★ আপনার  বর্তমান ছবি এক কপি
★ একটি  মোবাইল  নম্বর
★ আপনার  একটি  নিজস্ব  ইমেইল

কিছুকথা :  আপনি  গুগল প্লে স্টোর এ  যে ইমেইল  টি  ব্যাবহার  করবেন   তাহলে  ডাক  টাকা  থেকে  প্রেরিত  সকল   মেইল   খুব   সহজেই  দেখতে  পারবেন।

একাউন্ট   খোলার   প্রক্রিয়া  :  ডাক  টাকা একাউন্ট টি
খুলতে   গেলে   প্রথমে   আপনার   ফোনে   ডাক টাকা
অ্যাপ  টি  ডাউনলোড  ।  করতে  হবে   এবং   অ্যাপ টি
ওপেন  করতে  হবে ।  আপনার  ফোনে  ইন্টারনেট অন
থাকতে  হবে   কারন   অফলাইন   এ অ্যাপটি  ব্যবহার
করা   যায়  না ।  অবশ্যই   ৩  জি বা  ৪ জি  নেটওয়ার্ক
থাকতে  হবে ।

অ্যাপ  এ   ঢুকে   আপনি   Sign  Up  এ  ক্লিক   করতে
হবে।

বিশেষ  দ্রষ্টব্য  : একাউন্ট   করার  জন্য আপনি এখানে
সকল  প্রকার  তথ্য  English  a  লিখবেন।

★  তারপর আপনার মোবাইল  নম্বরটি দিবেন,নম্বরটি
আপনার    ওয়ালেট    নম্বর   হিসাবে   ব্যবহার    করা
হবে।

★  আপনার  নাম  ভোটার  কার্ড  অনুযায়ী ,  আপনার
আইডি   কার্ড   বা  স্মার্ড   কার্ডে   যে   নাম টি  দেওয়া
আছে   ঠিক  সেই   রকম    ভাবে  নামটি     লিখবেন।
এই সময়  আপনার  আইডি  বা স্মার্ড   কার্ড টি  সাথে
নিয়ে নামটি  লিখবেন।  যেনো  কোনো  রকম  নামের
বানান ভূল না হয়।

★ ইমেল  আপনার  ব্যবহৃত  ইমেইল  নম্বরটি  দিবেন।
এই মেইল নম্বরটি  অ্যাকাউন্ট  খোলার  পর ভেরিফাই
করে নিবেন।

★  জন্মতারিখ ,  আপনার  ভোটার   কার্ড    অনুসারে ।

জন্মতারিখ  যে ভাবে দেবেন  :    আপনি    জন্মতারিখ  এর  উপর  একটা ক্লিক  করবেন,  তারপর  ডান  পাশে
সাল   এর   উপর   ক্লিক  করে   আপনার   জন্ম  সাল বাছাই   করবেন ।   এরপর   বাম  পাশে   মাস  লেখার

স্থানে  ক্লিক  করে  আপনি জন্ম মাস দিবেন ।  এর পর
নিচের  ক্যালেন্ডার   বোর্ড  থেকে   জন্মদিবস   সিলেক্ট
করবেন এর পর  Ok  ক্লিক  করবেন।

★  ন্যাশনাল   আইডি     নম্বর   :  এই  তথ্য  টা  আপনি একাউন্ট   ওপেন   করার  পর  দিবেন  সুবিধার   জন্য। আপনি  Enter  Later  সিলেক্ট  করবেন ।

★ আপনি  ৪ ( চার)  ডিজিট  এর  পিন  দিবেন ।  পিন
নম্বরটি   একটু   এলোমেলো   সংখ্যা    দিয়ে   দিবেন  ।
সিরিয়াল নম্বর,  জন্মসাল ,    একটি  সংখ্যা  তিন  বার
ব্যবহার  করবেন  না । সকল   কাজ  করতে   আপনার
পিন  ব্যবহার  করা  লাগবে  এজন্য   পিন টি আপানার
সবসময়  মনে রাখবেন ।  পিন নম্বরটি  কোথাও  লিখে
বা  মোবাইল  এ সেব  করে  রাখবেন  না ।

★ পুনরায়  আপনার  দেওয়া  পিন  নম্বর দিবেন ।

★ রেফারেন্স  আইডি  যদি থাকে   তাহলে   রেফারেন্স
আইডি  ( Wallet)  ওয়ালেট   নম্বরটি   দিবেন ।  এটা
দেওয়া বাধ্যতামূলক  নয় ।

সাবমিট  SUBMIT  :  সকল  তথ্য প্রদান  করে আপনি
ভাল  করে চেক  করবেন ।  এরপর   আপনি   সাবমিট  এ ক্লিক  করবেন ।

কি কি কাজ করা যাবে  ডাক টাকা  একাউন্ট  থেকে :

#  সেন্ড মানি ডাক টাকা টু  ডাক টাকা এবং ডি মানি
একাউন্ট  এ ।

# পেমেন্ট   করা যাবে  মার্সেন্ট  একাউন্ট এ ।

# ক্যাশ  আউট  করা যাবে

# অ্যাড মানি

# সকল  অপারেটর   মোবাইল  রিচার্জ

# বিল পেমেন্ট

#  বাস টিকিট  ক্রয় করা
#  বই
# গাড়ির নিরাপত্তা

 এছাড়া  আরো অনেক সুবিধা থাকবে।  এই  অ্যাপ টি
ব্যবহার      করে   ঘড়ে   বসে    আপনার   প্রয়োজনীয়  দৈনন্দিন  সকল  অর্থনৈতিক  সুবিধা  পাবেন ।  এটা
বাংলাদেশ  পোস্ট অফিসের  একটি ডিজিটাল  সেবা।
ডাক টাকা  সরকারী সেবা ।   জনগন কে  ডাক বিভাগ
এর সেবায়  আনতে সরকারের  নতুন  সুবিধা ।










Post a Comment

0 Comments