বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংঙ্কের মধ্যে অন্যতম একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্টব্যাংক। বর্তমানে বাংলাদেশে এমটিবি এর ১৩০ শাখা , ১০৪ টি এজেন্ট শাখা এবং ১০৪ টি নিজস্ব এটিএম রয়েছে । ব্যাংকের প্রতিটি শাখা অনলাইন সেবা প্রদান করে।
সময়ের সাথে সর্বাধুনিক ব্যাংঙ্কিং সেবার মান উন্নয়ন এ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সর্বপরি আধুনিক ডিজিটাল সেবা প্রদান করে। ব্যাংকিং সেবা উন্নয়নেরন ধারা বজায় রাখতে সকল কার্ডের সব গ্রাহকের জন্য গ্রিন পিন সেবা চালু করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক । গ্রিন পিন এমটিবি কার্ড হোল্ডারদের জন্য একটি কল
সেন্টার আইভিআর ভিত্তিক তাত্ক্ষণিক পিন গঠনের ব্যবস্থা।
এ ব্যবস্থায় এমটিবি কার্ড ব্যবহারকারীরা তাদের নিবন্ধন করা মোবাইল নম্বর থেকে এমটিবি ২৪/৭ কন্ট্যাক্ট সেন্টার
১৬২১৯ অথবা ০৯৬০৪০১৬২১৯ নম্বর এ কল করে নতুন পিন, পিন পরিবর্তন, অথবা পুনর্নির্ধারিত পিন তৈরি করতে পারবেন। নতুন পিন বা পিন পরিবর্তিত পিনের জন্য এটিএম এ যেতে হবে না, অপেক্ষা করতে
হবে না। পিন গঠন এখন একটি মাত্র কল ই যথেস্ট।
বর্তমান সময় গ্রিন পিন সেবা একটি যুগউপযোগী ব্যাংঙ্কিং পরিসেবা । গ্রিন পিন সেবায় যুক্ত করে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সকল প্রকার কার্ড এর সুরক্ষা সেবায় সর্বাধিক ভূমিকা পালন করে ।।
0 Comments
if any doubs , please let me know