গ্রিন পিন সেবা নিয়ে এল এমটিবি

 
বাংলাদেশের  প্রধান বাণিজ্যিক  ব্যাংঙ্কের মধ্যে অন্যতম একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্টব্যাংক।  বর্তমানে বাংলাদেশে এমটিবি এর ১৩০ শাখা , ১০৪ টি এজেন্ট শাখা  এবং ১০৪ টি নিজস্ব  এটিএম রয়েছে ।  ব্যাংকের প্রতিটি শাখা অনলাইন  সেবা প্রদান করে। 

 সময়ের সাথে সর্বাধুনিক ব্যাংঙ্কিং সেবার মান উন্নয়ন এ মিউচুয়াল  ট্রাস্ট ব্যাংক  সর্বপরি আধুনিক  ডিজিটাল  সেবা প্রদান করে। ব্যাংকিং সেবা উন্নয়নেরন ধারা  বজায় রাখতে সকল কার্ডের সব গ্রাহকের জন্য গ্রিন পিন সেবা চালু করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক  গ্রিন পিন এমটিবি কার্ড হোল্ডারদের জন্য একটি কল 
 সেন্টার আইভিআর ভিত্তিক তাত্ক্ষণিক পিন গঠনের ব্যবস্থা। 
  ব্যবস্থায় এমটিবি কার্ড ব্যবহারকারীরা  তাদের নিবন্ধন করা মোবাইল নম্বর থেকে এমটিবি ২৪/ কন্ট্যাক্ট সেন্টার 
 ১৬২১৯ অথবা ০৯৬০৪০১৬২১৯ নম্বর  এ কল করে নতুন পিন, পিন পরিবর্তন,   অথবা পুনর্নির্ধারিত পিন তৈরি করতে পারবেন। নতুন পিন বা পিন পরিবর্তিত পিনের জন্য এটিএম  এ যেতে  হবে না, অপেক্ষা করতে  
হবে না। পিন গঠন এখন একটি মাত্র কল ই যথেস্ট।  
বর্তমান সময় গ্রিন পিন সেবা একটি যুগউপযোগী ব্যাংঙ্কিং পরিসেবা । গ্রিন পিন সেবায়  যুক্ত  করে,  মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সকল প্রকার কার্ড এর সুরক্ষা  সেবায় সর্বাধিক  ভূমিকা  পালন করে ।। 

Post a Comment

0 Comments